ততটুকু পোড়াবো তোরে যতটুকু পুড়িবো
পুড়ে আমি হবো কয়লা, তুই পুড়লে হইবি ছাই
আমার মনেতে সুখ নাই ওরে প্রাণেতে সুখ নাই
সুখের একটা বৃন্দাবন পুড়ে দাবানলে
দাউ দাউ করে পুড়ছে দেখে কারো ভীষণ জ্বলে
বিষম পিরিতের মরা আমার জীবনটাই
বানিয়ায় পুড়িলে খাঁটি, চকচক করে সোনা
এত আমায় পোড়াস কেন করিয়া জাদুটোনা
নিদয়া বন্ধুয়ার মনে আমার হয় না ঠাঁই
মনেতে জপিলাম সাধে দেহের কারুকাজে
লজ্জ্বাবতী পাতা যেমন গুটিয়ে যায় লাজে
তেমন সাধক হয়েও তারে ভুলতে পারি নাই
১৩/০৪/২০২০
০২ঃ৫৫ রাত