না বলা কথাটি দিয়েছে বলে
আকাশের ওই ঝড়ো হাওয়া
তবু হলো না তোমারে পাওয়া


আমিও মেখেছি ধূলোবালি গায়ে
চলেছি তোমার ফেলে আসা পায়ে
একটি মেঘের বিকেল থাকে ছাওয়া


আকাশের আছে অবারিত দিক
ঝড় ঝঞ্জায় অবিরাম হাসির ঝিলিক
আসোনি বলে পথের পানে হয়নি চাওয়া


আজ আশারা জেগে থাকে
রঙ তুলিতে আরো আশা আঁকে
না পেয়ে ক্ষতচিহ্ন তবু এঁকে যাওয়া


০১/০৪/১৯
০২ঃ১৫ রাত