তোমার সাথে সখ্য হলে অতীত ভুলতে চাই
ভালোবেসে বিলিয়ে দেব আমার জীবনটাই
এমন করে নাওগো আমায় আপন করে।।
জোছনা যেমন বিলাশ বনে মাতাল হাওয়ার সাথে
পায়ে পায়ে ছায়ে ছায়ে দোলে নিশিরাতে
তেমন করে দুলবো আমি তোমায় বুকে ধরে।।
আশার সাথে ভালোবাসার বিকাশ হওয়া চাই
এক জীবনে তোমার কাছে আর কিছুই চাওয়ার নাই
তোমার ভালোবাসা পেতে আমার সকল আবেগ ঝরে।।
২৭/০৩/১৯
০১ঃ১১ অপরাহ্ন