তোমার মৌনতা ঘিরে
পীপিলিকা ওড়ে শুধু-
নিজের শহরে
কোথা হতে কোথা যাও-
কেউ জানে না
মনের ভিতর কোলাহল ঘিরে-
শুধু বাড়ে যন্ত্রণা
একটি পীপিলিকা
ফাগুন মাসে জ্বালিয়ে গেলো-
মনের অগ্নিশিখা
কি বিষণ্ণ বিগ্রহ ভরা রাত...
অপলক ঘিরে থাকে-
একটি শতাব্দী বাজিমাত
তোমার সজল চোখে
বান হয়ে ফিরতে চাই শোকে
আহ্লাদ বড় নাকি!
বড় তোমার বেড়ে ওঠা-
পাপিষ্ঠ শহর?
সাজাও রঙমহল, নিপুণ কারিগর!
আমিও ধারণ করি, বারণ করি!
নবারুণ কিছু কৌতুহল
তোমাদের শহরে ফিরে আমি-
হই দিকভ্রান্ত, হই বিহ্বল
কি যে মধুর, কত মধুর!
এতো এতো আলাপন
করিলে না ধরিলে না
জানিতে দিলে না সেই আয়োজন!


২৭/০৪/২০২১
১২:৩৮ রাত