নির্মল একটা আকাশ পেতে তোমার কাছে যাবো
পাহাড় ঘেরা সবুজ বনে আপন মনে নিরজনে
হাঁটতে হাঁটতে উদাস হয়ে শুন্যে পা বাড়াবো
মেঘের মতো এধারওধার ছুটতে বেখেয়ালে
জড়িয়ে পড়ি তোমার ডেরায় নিদয় মায়াজালে
আমার ইচ্ছে যত খেয়ালখুশি সেথায় হারাবো
শ্রাবণ বেলার দিন এসেছে রঙধনু রঙ ছাপিয়ে গেছে সকল রঙের আধার
প্রজাপতির সমাহারে কে করেছে এই আমারে রঙের গুলবাহার
প্রহর গুনি এমন সময় আবার কবে পাবো
০৬/০৫/১৮
১২ঃ৫৫ মধ্যরাত