তোমার হয়নি বলে, আমারো হলো না
দু'য়ে দু'য়ে চার হলো ফাগুনের কাল তবু এলো না, এলো না
দূর হতে সাগর দেখি, চোখ মেলে আকাশ তো দেখা হলো না, হলো না


না পারি মেঘেদের দলে ভিড়ে যেতে
না পারি পাখিদের হয়ে উঠতে মেতে
এতো যে বিশালতা তারও তো শেষ আছে, সে কোথায় বলো না, বলো না


জেনে তো গেছি, না আছি কাছাকাছি
আমি চাই সুখের জৌলুশ, এ আশায় বাঁচি
তুমি যার তার সাথে দেবো না তুলনা, তুলনা


০২/০২/২০২০