আমি খুব যতনে তোমার মনে
রাখতে আমার মন
ভালোবেসে বন্ধি করি
তোমার দুই নয়ন
আমি যেই পরাণে লুকিয়ে থেকে
সেই পরাণটা খুঁজি
তোমার চোখে তাকিয়ে আমার
সর্বনাশটা বুঝি
এক পরাণে আরেক পরাণ-
করে বিরাজন
আমি বুকের মাঝে লুকিয়ে থাকা
ভালোবাসার চাবি
তোমার হাতেই বুঝিয়ে দিলাম
নেইতো কোন দাবী
তবু কেন পরাণ আমার-
হয়রে উচাটন
০৯/০৫/২০২১
০৯ঃ৫৫ রাত