আমি তোকে নিয়ে গড়েছি আমার পৃথিবী
ফুল-পাখি চাঁদ-তারা সবই আছে
বল শুধু ভালোবেসে সুখটুকু কবে দিবি
এ মনে যতনে তুই ছিলি তুই আছিস
তোর মনে আমাকেও একটুকু ঠাঁই করে দিস
ভালোবাসা দিতে আর কত ভালোবাসা নিবি
গোপন তো রয়ে যায় চোখে চোখে আলাপন
নয়ন জেনেছে প্রিয় কে কার কত বেশী আপন
আমিও শিল্পের ছোঁয়ায় রঙ তুলিতে এঁকেছি সে ছবি
১০/০৫/১৯
০৩ঃ১৮ রাত