যে বাঁশী সুরের জালে আটকা পড়েছে
সে কি জাদুকরী বাঁশী
সুরে সুরে ভরদুপুরে তোমার কাছে আসি


হয় না ভোলা নাগরদোলা সুখ
ভুভুজেলা সেও সুরের বাঁশী
চৈত্র মেলায় হাওয়ার ভেলায় ভাসি


একোন অসুখ হাজার মন্ত্র জানে
ঘুরেফিরে পাখির কলতানে
মন্ত্র জানা তোমার সুরের বাঁশী
উপেক্ষাতে হয় আরো উদাসী


বাঁশীটি বাজতে বাজতে থামে
চোখেতে খেলা করে উথাল জলরাশি
এ প্রাণে প্রকাশ পেলো তোমায় ভালোবাসি


১০/০৬/১৮
০৩ঃ০৮ দুপুর