পাখির মুখেতে ফুটে না বুলি
চাইয়া থাকে নয়ন তুলি
আকাশে ডাকিলে মেঘ উড়াল দিয়া আসে
জানিতে চাই সোনার পঙ্খী কারে ভালোবাসে


পাখিটা ওড়ার ছলে পথে পথে পালক ঝরায়
নিজের বাঁধার শিকল খুলে আমারে পরায়
তবুও সে যায় না দূরে আসে ফিরে বিরহ বিলাসে


নাম জানা পাখির লগে কন্যার আজব মিল
সুখ বসন্ত আইলো বলে গাহিছে কোকিল
সেই সুরে হই পাগলপারা নিদয়া বাতাসে


১৭/০৭/২০
০৪ঃ০৮ ভোর