আকাশটা ঝরে ঝরে কেন তবু ক্লান্ত হয় না
মেঘের ডেকে ওঠা শব্দের অপচয় না
কিশোরী আজ জংলি ছাপার শাড়ী পরেছে


চোখের ভেতর নোনাজলের টইটম্বুর খেলা
গড়িয়ে পড়ে চারিধারে সকাল সন্ধ্যাবেলা
প্রকৃতিও বেলাজ হয়ে নানান বায়না ধরেছে


ছায়াঘেরা সবুজ বনে পাখপাখালির মেলা
আনন্দে আজ মাতোয়ারা দিনের সারা বেলা
জলের ওপর কিশোরীর সাদাকালো ছায়া পড়েছে


০৬/০৬/১৮
০১ঃ৩৫ রাত