ইচ্ছে নদীর জোয়ার ভাটা দেখে পোষা পাখি
মনের ভেতর বারোমাসি সুরের ডাকাডাকি
নদীতে জল আকাশে মেঘ নামলো বুঝি বান
চোখের জলে আগুন জ্বলে পিরিতের সাম্পান
উচাটন এই মনের বিলাশ গানের প্রাণে মাখি
তুমি আমার সুরের নদী তুমি আমার সুর
তোমার সুরের মায়াজালে হারাই অচিনপুর
রঙিন স্বপ্নে বিভোর সেথায় তোমায় আমায় আঁকি
২৬/১০/১৮
০২ঃ০০ রাত