যার কথাতে উড়াল দেবো
সে নাই আকাশে
যার কথাতে ভাসবো জলে
ডাকলে না আসে
আমি হৃদয় থেকে হৃদয় পেতে
ভালোবাসি তারে....


সব শুন্যের ভেতর থেকে
গুনছি মহাশূন্য কাল
আমার ভেতর পূর্ণ হলো
সরল-গরল এক মহাকাল
সে না জানে প্রেমের মানে
না ধরে না ছাড়ে....


আমার নয়তো কেউ
জলের নয়তো ঢেউ
বিভেদ হলে কয় সকলে
কারো নয়তো কেউ
আসল জীবন নকল জীবন
বুঝতে কে পারে....


১২/১১/১৮
রাত ০১ঃ৫০