মন অচেনা এক পড়শির প্রেমে পড়েছে
কখনও সে সামনে আসে না
মায়াবী ছলনায় যে আমায় বশ করেছে ||
আমার সারাদিন রাত যেনো বসন্তবেলা
তার মোহে মুগ্ধ এ মন আজও একেলা
আমার এ কোন নেশা ধরেছে ||
বিষের বাঁশিটি জানে প্রেম পোড়ে কোনখানে
যত ভালোবাসো তারে দুঃখই দিবে প্রতিদানে ||
তার সাথে হয়না তো শেষ দেখাদেখি
আমার নিয়তি তাই নিজের হাতেই লেখি
ভালোবাসাহীন হয়ে কত প্রেমিক অকালে মরেছে ||
২৫/০৫/১৮
১২ঃ৩০ রাত