আমার কি সুখ জাগে জপিলে সে নাম
প্রিয় নবী মোহাম্মদ
অকূলপাথার দিতে পাড়ি
করুণা মাগে তোমারই উম্মত
তুমি জ্বালাও নূরের বাতি
আসে যখন আঁধার রাতি
দুনিয়াজুড়ে দ্বীনের দেখালে সে পথ
দরুদ পাঠাই তোমার তরে
প্রশান্তিতে যায় মন ভরে
আল্লাহ যারে বন্ধু বলে, ডাকেন নবী হযরত
তুমি মানুষরূপে মহামানব
পৃথিবীতে তার ছড়ালে সৌরভ
উম্মতের লাগি খোদার কাছে কেঁদে যান অবিরত
১৭/০৪/২০২১
০৪ঃ৩৮ বিকাল