ফুল দিয়ে গাঁথি মালা
সে মালা হয় প্রেমের জ্বালা
বিষের জ্বালায় গতর জ্বলে আর তো নীভে না
প্রেমের বাঁশি মরণ ফাঁসি
একলা কাঁদে দিবানিশি
প্রাণবন্ধুয়ার লাগি আমার ঘুম তো আসে না
এ কি তবে কামনার বিষ!
তবে কেন এতো কাঁদিস?
চোখের জ্বলে আগুন জ্বলে কেউ দেখে না
২১/০৪/১৯
১২ঃ১০ রাত