আজ এই রাতে চাঁদের লুকোচুরি খেলা
আমার একদম ভালো লাগেনি
আঁধার রাতে মনের মাঝে তাই প্রেম জাগেনি


বাতাসের দমকা বেগ আবেগ করেছে লোপাট
খুলে মনের বন্ধ কপাট
কেউতো আমার কাছে প্রেম মাগেনি


শাহজাহান প্রেমে মজে গড়েছে তাজমহল
ফেলেছে এমন নয় একফোঁটা অশ্রুজল


জোছনায় উতল হয়ে ঝড়ো হাওয়া মেঘ ছুঁয়ে
কেউতো বলেনি উড়ে যাই একে-দুয়ে
চিলের ক্ষিপ্রতায় আমায় কেউ নিয়ে ভাগেনি



১৬/০৫/১৮
১২ঃ২৫ রাত