পরী...
পরী....
পরী তোর পাঁজর খুলে দে
ভেসে বেড়াই সুখের অতীতে
অনেক ওজর আছে পড়ে জমা


পরী...
পরী...
পরী তোর এক চিলতে হাসি
মুগ্ধ হয়ে দেখতে ভালোবাসি
সেরূপ তোর মোনালিসার উপমা


পরী...
পরী...
পরী তোর ডাগর ডাগর চোখ
বন্ধ হলে নামে বিষাদ শোক
আঁধারে যায় ঢেকে ভরা পূর্ণিমা


২৭/০১/২০২০ইং