আমারেনি পোড়াবি তুই পোড়াস ভালো করে
মনেতে জ্বালানো আগুন সলতে ছাড়া পোড়ে রে ।।
দাবানলের আগুন যেনো বুকের ভেতর জ্বলে
পুড়বো যেই আগুনে রে, পোড়াবো সেই অনলে
দমকা হাওয়া লাগলে আগুন পোড়ে জোরেশোরে
একা আমি প্রেম বিবাগী, কত দিবা রাতি জাগি
ঘুম ধরে না চোখের কোণে, বন্ধু শুধু তোরই লাগি
পিরিতে চাই কঠিন দাগা, ভালো লাগা ঘোরে রে
২৭/০২/২০২০