মনের ভেতর জেগে থাকে একটি পোষা পাখি
নিঃশ্বাসে সে বাইরে এলে আঁকড়ে ধরে থাকি
তারে আমি পরাণ বলে ডাকি
সে আমার এমন পরাণ, হয়নারে কেউ তার সমান
এতো বেশী ভালোবাসি চাইনা কোন প্রতিদান
বুকের ভেতর আপন করে তারে আগলে রাখি
দমের নৌকা বাইয়া চলে, ওড়ে হাওয়ার সাথে
থমকে থাকে মাঝ নদীতে মহাজনের ইশারাতে
পাখিটি ছটফট করে খোঁজে তার প্রাণ বন্ধুরে
যে থাকে অচিন দেশে, আলোকবর্ষ দূরে
পরাণ পাখি উড়াল দিলো, দিয়া আমায় ফাঁকি
২১/০৫/১৮
০১ঃ১০ রাত
♥♥
মুহাম্মদ মনিরুজ্জামান কর্তৃক সম্পাদনা করার পর ♥♥
পরান পাখি
---গাজী তারেক আজিজ
মনের ভেতর জেগে থাকে একটি পোষা পাখি
নিঃশ্বাসে সে বাইরে এলে আঁকড়ে ধরে থাকি
তারে আমি পরান বলে ডাকি
সে যে আমার এমন পরান হয় না কেউ তার সমান
এত বেশি ভালোবাসি চাই না কোনো প্রতিদান
বুকের ভেতর আপন করে তারে আগলে রাখি
দমের নৌকা বাইয়া চলে উড়ে হাওয়ার সাথে
থমকে থাকে মাঝ নদীতে কোন সে ইশারাতে
ছটফটিয়ে খোঁজে পাখি পরান বন্ধুরে
অচিন দেশে থাকে যে সে আলোকবর্ষ দূরে
কখন জানি যায় চলে সে আমায় দিয়া ফাঁকি
মন্তব্যঃ
খুব সুন্দর কথামালা দিয়ে সাজানো পরান পাখি!