চোখ যদি হয় পাথর, তবে
মন কি তবে সাগর হবে
ইট পাথরের এই দুনিয়ায়


পাথর আমার মন জেনেছে
একটি মরা গাছেও ফুল
ভ্রমর এসে দুলতে দেখে সুবাসি বকুল
কে তারে নাচায়!


গানে গানে কোমল প্রাণে
হিয়ার বাঁশি আমায় টানে
বিষের বাঁশি হয় উদাসী
এই ভরা জোছনায়


২৮/১০/১৮
০৮ঃ৫০ রাত