আমি একটা পাতার বাঁশী কিনি
সবুজ পাতা হলুদ হওয়ার আগে
বাঁশিতে সুরের বাতাস লাগে


পোষাপাখি বনের পথে উড়ে
বনের পাখি অচেনা পথ ঘুরে
ভবঘুরে জীবন আগেভাগে
ভুলে যেতে সুরের মন্ত্র মাগে


পাখির মতো গুনগুনিয়ে গাওয়া
হলোনা তার এমন সময় পাওয়া


বন্দিনীর চোখের কোনে জল
আবেগে সে চাইছে পেতে বাগে
নীরব দুপুর অস্তাচলের রাগে
আমারও তাই ভীষণ ইচ্ছে জাগে


২১/০৬/১৮
০৩ঃ০৫ রাত