কত দুঃখ সয়ে মনে
দিন কাটাইলাম বন্ধু বিনে
আশায় আছি আইবা ফিরে, থাকি জনম ভর ||
জনমকালে যেমন তেমন
মরণকালে দেখো কেমন
মধ্যিখানের রঙ্গভরা জীবনটা খবর ||
ও বন্ধুরে পাষাণ বন্ধুরে
দুঃসহ যন্ত্রণার কাল রাইখাছি নিজের ভেতরে
জীবৎকালে না পারিলে, লইয়ো খবর হইলে লোকান্তর ||
২৭/০৫/১৮
১২ঃ২৩ রাত