এমন একটা চিঠি হাতে পেয়েছি
প্রেরকের নাম লেখা কাগজের ফুল
তবুও চিনতে তারে হয়নি তো ভুল


চিঠির পরতে পরতে সংলাপ ভাসে
যেন সে দাঁড়ায়ে আছে আমারই পাশে
উড়ে এসে চোখে পড়ে তার এলো চুল


রাশিরাশি ফুল কলি মালা হতে চায়
প্রেমিকের মন জেনে ঝুলতে গলায়


কতবার কাটাকুটি চিঠির জবাবে
খুলে সে চিঠির খাম আবেগে জড়াবে
স্মৃতি রোমন্থনে হবে মশগুল


২৮/০৩/২৫