পাখি হয়ে কেন তুমি উড়ে যেতে চাও
উড়ে যাও দূরে যাও আমারে কাঁদাও
বেদনার বালুচরে ডুবায়ে ভাসাও


এই দিন দুনিয়া দেখিয়া শুনিয়া
হেলায় ফেলায় কাটে রাতদিন গুনিয়া
বুকের জমিনে ঝড় স্বাগত জানাও


নোনাজল বাঁধ ভাঙে প্লাবন এলো
আমার মরুচর জীবন পেলো
এমন বিরহবেলা কেমনে কাটাও


০৩/০২/২০২০