তোমায় আমি ভেঙে গড়ি আকাশে আকাশে
ফুলের সুবাস ছড়িয়ে দিলাম বাতাসে বাতাসে
সেই কথাটি কইগো আমি তোমার কানে কানে
যতন করে রেখো গো তুমি দরদ অভিমানে


অভিমানের আকাশ পটে লিখছি মনের কথা
সুরের বীণায় রিনিঝিনি কথার নীরবতা
কথারা যেই বাকপটু হয় হৃদয় ভাঙার গানে
একে একে মূর্ছনাতে কেমন কাছে টানে


আকাশ দিলাম বাতাস দিলাম সতত সুন্দরে
নোঙর তুমি করতে পারো হৃদয় বন্দরে
কাছে থেকো ভালো থেকো আমার প্রাণে প্রাণে
আকুল নিবেদন করি আমি তোমার পানে


২৭/০৬/১৮