অন্তরেতে রাখলাম যারে
দেখে না কেহ তারে
বুকেতে লই যতন করে রাখিতাম


পিরিতি শিখাইয়া তারে
রোজ নিশীথে জোছনা ধরে
আদরে করে সারা অঙ্গে মাখিতাম


ভালোবেসে যে জন পারে
মন দিয়া সে পরাণ কাড়ে
চোখের তারায় সেই জনারে আঁকিতাম


১৯/০৪/২০২১
০৭:৩৭ রাত