দেখলাম না যারে আমি ভালোবাসলাম তারে
তারে ছাড়া জীবন আমার ভাবতে পারি নারে
তিনি আমার মাওলা তিনি দয়াল সাঁই
তাঁর জন্যে সঁপে দিলাম আমার জীবনটাই
বিচারদিনের মালিক তুমি ক্ষমা করো আমারে
ও বিধিরে ও বিধিরে তুমি যদি দয়া কর
তুচ্ছ জীবন অনেক বড়
বিধি তোমার লীলা বোঝা আমার হইলো নারে
০৬/০৪/২০২০
১২ঃ০৫ রাত