মনেতে জমিয়ে রেখে এক সাগর বেদনা
বুকেতে জমে আরো ঝর্ণার কান্না
ও আকাশ আজ তুমি আর কেঁদোনা
এক ফালি চাঁদটাও সরিয়ে রেখে
গুমোট করে রাখো এই আমাকে
ও মেঘ আজ তুমি আর ডেকো না
মেলেনা চাওয়া পাওয়া এক সারিতে
চায় কি বলো কেউ নিজে হারিতে
জমিয়ে ফোঁটা জল সাগরে ফেলোনা
নিজেই নিজেকে গুলিয়ে ফেলি বারবার
কখনো আকাশ হয়ে কেঁদেকেটে একরাশ নোনাজলে ভাসিয়ে দেই একটি পারাবার
অশ্রুতে লেখা গান সুর পেলো না
১১/০৫/১৮
০৩ঃ৪০ বিকাল