বেঁচে আছি ছায়া হয়ে
আবেগের মায়া হয়ে
বেঁচে আছি সুখেদুঃখে
আরও কিছু লোকমুখে
তাগিদ পাইনি আর একলা বাঁচার....
হলুদ বিকেল পেতে
বহুদূর যেতে যেতে
ঝাপসা আলোয় পাই পিদিমের খোঁজ
সেই আলো সাথে করে চলি হররোজ
তোমার কথা মনে পড়ছে আমার....
আরো আরো আরো যাই
বিকেলটা গিলে খাই
তারায় তারায় রটে নিঃসঙ্গতা
ধরণীতে নেমে আসে নীল নীরবতা
জট খুলে স্মৃতিপটে বিঁধছে আবার.....
১১-১২/০৬/১৮