গানের সুরে গান বেঁধেছি
কথার ছলে কথা
তবু কেন দীর্ঘ হলো তোমার নীরবতা ||


নীরব ছিলো আকাশ-পাহাড়
নদীর কথকতা
কোন কারণে ফাগুন নীরব জানার ব্যাকুলতা ||


কহ তুমি চোখের জলে
কারে টানো আপন দলে
এমন দিনে খুঁজে ফিরি চোখের লাজুকতা ||


২১/০৫/১৮
০১ঃ৪৫ দুপুর