পাথরের মতো গড়িয়ে চলি নদীর পথ ধরে
হয়না সাগরের পথে খুঁজে যাওয়া
তোমার চোখের টলোমলো জলে নিজেকে ফিরে পাওয়া


আমিতো এক সঙ্গীন পুরুষ কালবেলা তার সাক্ষী
সাঁতার জানিনা বলে কাছে টেনে নেয় নিঃসঙ্গ ময়ুরাক্ষী
নিরবতা ছাড়া তার কাছে আর নেইতো কিছুই চাওয়া


যন্ত্রণা সহে সহে খরস্রোতা কত নদী আজ হয়েছে বিলীন
নদীর পথ ধরে আমার বিরহ কভু হয়না তো লীন
তবু দাও গো বলে কষ্ট ভুলে থাকার আছে কি দাওয়া



০৪/০৬/১৮
০৮ঃ৩৮ সন্ধ্যা