নিদয়া বন্ধুয়া যদি জানতো মনের বেদনা
ভুল করেও কখনো সে আমায় ভুলে যেতো না
আমি যে তার প্রেমে পাগল, পাগল সারা দুনিয়া


নিঠুরিয়া পরাণ নিয়া করে টালবাহানা
ভালোবাসায় এতো জ্বালা ছিলো না জানা
আমি যে তার প্রেমে কাতর, জানিয়া শুনিয়া


পাষাণ বন্ধু জানতো যদি বুকে বিশাল ক্ষত
সেই ক্ষত হয় না গত দিনে দিনে পরিণত
বুকের জ্বালা বাড়ে আরো দেখ চোখ বুনিয়া


২০/০৩/২০২০
০৩ঃ১০ রাত