কেন মানুষ পদ্য লিখে গদ্য হতে চায়
নাটাই ছেঁড়া ঘুড়ির মত দূরে উড়ে যায়
মানুষে মানুষে বিভেদ হিসাবে একচুলে
কেন মানুষ ভাব জমানায় ভুলে যায় তার ভাব
ধনে-জনে বলিয়ান হয় ভালোবাসারই অভাব
মহাসাগর একাই পাড়ি দিতে রাজি ভাঙা মাস্তুলে
কেন মানুষ সাথে থেকেও আপন করে পর
মানুষে মানুষ বিকোয় যারযার আপনা দর
উড়নচণ্ডী বাউলা মনে হাঁটছি হেলেদুলে
১৬/০৫/২০২১
১২ঃ৫০ অপরাহ্ন