যাকে তুমি বলছো নারী
সে চায় চোখ ধাঁধানো বাড়ি গাড়ি
মালপানিতে দুনিয়া টলে-
নারী তবু টলে না
ও পুরুষ কষ্টের কথা-
বন্ধুরেও বলে না
খাইয়া পানের খিলি
ইশারা ক্যান যে দিলি
রঙিন নেশায় কইরা মাতাল-
দেহ আমার আগে বাড়ে-
পা তবু চলে না
নারী লোক যার কাছে যায় তার
পুরুষ জাতি মেনে চলে ভজন শিষ্টাচার
কাজের বেলায় পুরুষ কাজী-
ও নারী কাম-বাসনাতেও গলে না
১২/০৫/২০২১
০৫ঃ০৮ ভোর