ভালোবাসা যে বিষের বাঁশী
আমি সে বাঁশীতে সঁপেছি প্রাণ
আঘাতে আঘাতে বুক হয়েছে খানখান


এই দুই চোখে জলরাশি
অথৈ সাগরে একা ভাসি
ভালোবাসায় নাই কোন প্রতিদান


পিরিতে আমার সুখ
দুঃখে ভারী তবু বুক
নিজেরে উজাড় করে বেঁধেছি পাষাণ


০৬/০৮/১৮
০১ঃ৪৫ রাত