না বুঝিয়া পিরিতি
যৌবন কালের এই রীতি
প্রীতি হারা হইয়া পথে ঘুরিয়া ঘুরিয়া
জনম পার কইরা দিলা চক্ষু বুঁজিয়া।।
শুনিয়া কোকিলের গান
করে কি মন আনচান?
পাহাড় পর্বত বেড়াই চষে খুঁজিয়া।।
বাউল হইয়া দেশে দেশে
ঘুরি আমি পাগল বেশে
মন উতলা হয় আবেশে দেখিয়া শুনিয়া।।
আমার মনে কি বেদনা
বুঝিতে সে যন্ত্রণা
তোমারে না পাইলে যাবো যে মরিয়া।।
১৯/০৪/২০২১
০৪ঃ০১ দুপুর