আমার হৃদয় তো পথের ভিখিরি নয়
তবু কেন ঝরে পড়া ফুল দিয়ে
মালা গেঁথে এ গলে পরাও
হাসি কান্নার বিরহ ভুলে-
যতো পারো আরো কাঁদাও


কাঁদতে শিখেছি পাহাড় থেকে
আকাশও দিয়েছে দীক্ষা
কেউ চায়নি গুরু দক্ষিণা
এতো বেশি কাঁদালে তুমি-
যেনো বাজালে বোবাকান্নার বীণা
তারপর আর তুমি কি চাও


বনের নাগিনী যদি ছোবলে দেয় বিষ
মনের নাগিনীও জর্জরিত করে অহর্নিশ


আহত আমি তোমাকেই পেতে দেব
নেব না তো কোন দানদক্ষিণা
আমাকেই যদি আবার ফেরত পাঠাতে হয়
যাচাই করে নেব সে আসলেই তুমি কি-না
তোমার ভেতর আমি-
বল কিভাবে খুঁজে যাও


০৩/১০/২৩
০২ঃ০০ রাত