মৃত্যুই যদি দমিয়ে দিত জীবন
থামিয়ে দিত জীবনের যাবতীয় আয়োজন
তবে, আমি লিখে যেতাম বিধ্বংসী গান!
শত মৃত্যুহীনের মরে যাওয়া দেখে
শবদেহগুলো একপাশে সরিয়ে রেখে
তোমাকেই দিতাম লাশের সেইটুকু সম্মান!
যারপরনাই দ্বিধান্বিত হই
অপারগতার ব্যথা কারে যেন কই
এ পৃথিবী প্রাণের আকর, মৃত্যু কি শুধু অভিমান!
১৫/০৪/২০২০
০৭ঃ৩৬ সন্ধ্যা