মনের কথা কইতে গেলে
ভাঙিয়া যায় বুক
আমার মনেতে অসুখ,
বন্ধু আমার ভালোবাসা
করিয়াছে লুট
আমার মনেতে অসুখ


পারিনা তো সইতে জ্বালা
না পারিলাম কইতে
মরা গাঙে উথালা পাথাল
আমারে কান্দাইতে
মন আমার কারবালার মত-
পারলে ঝড় তুলুক


সে আমার গানের পাখি
বাসন্তী রঙ গায়ে মাখি
সুরে সুরে ডাকুক


আমি যে পরাণ মাঝে
রাখিয়াছি তারে
কোন এক বিহানবেলা
ডাকুক সে আমারে
বুকেতে যতন করে-
জড়িয়ে রাখুক


২৩/০৫/২০২১
০৩ঃ১১ রাত