ভালো থাকিস মন পবনের মেয়ে
ভালো থাকিস উদাসী হাওয়া
আমার ভালো থাকারও আগে
তোরে আমার হয় যেনো পাওয়া।
তুড়ি মেরে উড়িয়ে দেবো
রোদের কোলাহল
বানের স্রোতে ভাসিয়ে দেবো
নীল বেদনার জল
তবুও তোর হাসি হাসি মুখ-
জনম জনম আমারও তাই চাওয়া।
আমি স্মৃতির বেদন লিখে রাখি
মনের ডায়েরিতে
ঝুম বরষার কাঁকন ধরি
সুরের বিপরীতে
উদাসী এক হাওয়ার গান-
মুখর হয়ে গাওয়া।