এ মন আমার পাগল পাগল তোমার কথা ভেবে
তোমার কি আছে সময় আমার খবর নেবে?
ভাবনা তোমার বিলাশী মন ফাগুন বেলার রোদে
উড়তে গেলে যায়না ওড়া হাওয়ার প্রতিরোধে


জলের খবর জানতে কি চাও? দুঃখ নেবে ভাগ?
কাঁচের মনে কাঁসার ধ্বনি ফুলের অনুরাগ
লগন ভোলার গান হয়েছি তুমুল প্রতিশোধে!


দমের পাখি গায় একাকী নিজের ভেতর নিজে
অকাতরে যায় ডেকে যায় পাগল করে কি যে
সময়টুকু খুব যতনে লালন করি বোধে


১৬/০৪/১৯
১২ঃ৫০ রাত