তোমায় মনে করে আমার দিন কেটেছে
আমার রাত কেটেছে
তাবৎ প্রেমিককুল হার মেনেছে
এত বেশি ভালোবাসা তোমায় দিয়েছি
বিরহের শত উপাদান তার মাঝে খুঁজে নিয়েছি
মিডিয়ার কল্যাণে মানুষ তাও জেনেছে
মানো আর নাই মানো জেনো আমি আছি
স্বপ্নের মান্দাসে অকুল পাথারে বাঁচি
ভালো নাই আমি ভালো নাই
শত দুঃখের মাঝেও নিজের করে চাই
মহাকাশে উড়ে যেতে ঘুড়ি তার কাছে টেনেছে
৩১/০৫/১৮
০২ঃ০০ রাত