পরাণটারে খাঁচায় পুরে দেহ সারা জগত ঘুরে
ডাক পাড়িলে যাবে উড়ে ফেলে সাধের বৃন্দাবন
কে রাখিবে বুকে টেনে ভাবিয়া যক্ষের ধন
অথৈ সাগর বিরাণ মরু নাইরে কূলকিনারা
পাড়ি দিলাম না ডরিয়া স্বজন বান্ধব ছাড়া
মনেতে করিছে বিরাজ দয়াল নবীর দর্শন
সামর্থ্যবান সুপুরুষ চায় নিজের ইচ্ছার ফল
মহাজনের ইশারায় সেই নাও হইয়াছে বিকল
মানব হইয়া করিলাম তাই নিরাকারে আলিঙ্গন
১৬/০৫/২০২০
০১ঃ৪৫ রাত