মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে
যে হতে চায় প্রজাপতি
যার ভালো লাগে এই শান্ত প্রকৃতি
তারে খুঁজি মনে মনে


মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে


বিকেলের রোদ ভালোবাসি
একই সাথে হাঁটতে পাশাপাশি
মন মানে না কোন বাধা
আমি কৃষ্ণ সে রাধা
বুকে জড়িয়ে ধরি আনমনে
একাকার হয়ে যাই শান্ত নির্জনে


মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে


যার ভালো লাগে কৃষ্ণচূড়া-শিমুল
সে ফুলের মোহে কে হয় রোজ ব্যকুল
তারে খুঁজি ক্ষনে ক্ষনে
মধুময় সুরের টানে
এই রঙিন ফাগুনে


২৪/০২/১৪
১১:৪০pm