আকাশটা আজ ভেজা ভেজা লাগছে
রোদের সাথে কেবলই খুনসুটি জাগছে
কোন শিল্পী বসিয়ে দিলেন রঙধনু তার গায়
আঁকতে পারি রঙিন রোদে প্রজাপতির রূপ
মেঘের যেনো ঘুম না ভাঙে সবাই থাকে চুপ
উৎসুক দুই চোখের খোঁজে আমিও অপেক্ষায়
তোমায় যদি মেলাতে চাই, গানের সাথে পারি
সুরের লগন উর্দ্ধগগন আকাশ সীমা ছাড়ি
চাই ফিরে চাই মেঠো পথে হিজল তলাম বন
মনের কোনে দোল দিয়ে যায় দক্ষিণা পবন
পাল তোলা নাও ভেসে চলে আমার চেনা গাঁয়
০৪/০৬/১৮
০১ঃ১০ রাত