মেঘে মেঘে ভেসে যেও দুঃখ আমার
আমাকে বলে যেও বাকি কি থাকে
পরম আরাধ্য যে পাবো কি তাকে?


জোছনা পেলে তুমি আহ্লাদী হতে
আমিও সঙ্গী হতাম প্রেমের বরাতে
চুপিচুপি জোনাকিরা কাকে যে ডাকে


গল্পের শেষ নেই শুরুটা যেমন
জমবে লুকোচুরি ছায়ার মতন
এই আছে এই নাই চেয়েছি যাকে


১৭/০১/২০২০ ইং
১২ঃ৪৩ রাত