সাড়ে তিন হাত আঁধার ঘরে, সবাই যাবে আগে পরে
অট্টালিকা বাগানবাড়ি, ধন সম্পদ কাড়ি কাড়ি
স্ত্রী-সন্তান জমিদারি, কিছুই আমার সঙ্গে নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাইll
একলা আমি পথের পথিক, একটাই ঠিকানা
পরপারে সহায় তুমি এটাই আছে জানা
আমল-আখলাক ছাড়া আমার কিছুই সঙ্গে নাই
মুর্শিদের রহম ছাড়া নাইরে আমার কিছু নাইll
আঁধার ঘরে নাইরে কোন আলোর কারবার নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাইll
ফাগুনের রঙ যেন জীবনের রঙ
দৃষ্টিতে জুড়ে থাকে ফানুসের ঢঙll
আবার জিন্দা হবো আমি রোজ হাশরে
বিচারদিনের মালিক রইবেন সবার উপরে
প্রিয় নবী মোহাম্মদে, সালাম জানায় দিলের রবে
তাঁর সুপারিশ ছাড়া আমি নিরুপায় হয়ে যাইll
আখিরাতে নাইরে কোন স্বজন-বান্ধব নাই
মাটির ঘরে নাইরে কোন বিলাসিতা নাইll
২৫-২৭, এপ্রিল/২০১৮