কেন পথের বাঁকে বাঁকে ছড়িয়ে ছিটিয়ে থাকে
মানবতা ছিঁড়ে খাওয়া মানুষগুলো
ত্রাণ দেয়া নয় যেন ঝুলিয়ে রেখেছে মুলো
গণহারে চুপসে যায় বোধের বেলুন
পিঠেতে চাপিয়ে বোঝা জোরসে ঠেলুন
আদার ব্যাপারী গুঁজে কানে তুলো!
মৌলিক চাহিদা নাকি রাষ্ট্র মেটাবে
অধিকারে সোচ্চার হলে পুলিশ পেটাবে
পুলিশ কি মানুষ নয়? এ কথা বলো?
১৭/০৪/২০২০
০৪ঃ৫৫ অপরাহ্ন