আজ চাঁদের সাথে কথা হলো বেশ
সেই কথার জেরে তুমি নিরুদ্দেশ
ঝিরিঝিরি হাওয়ার পালাবদল
তুমি ফিরে এসে বসলে আমার পাশে
চাঁদের মতো দুলতে থাকা মন
চমকে গিয়ে খানিক মুচকি হাসে
এমন সময় নিজের হাতে করলে মালাবদল
চোখের জলের কাব্য আগেই লেখা ছিলো
আবেগ তাতে আবারও সায় দিলো
ইচ্ছেমত দু'জন কেঁদেকেটে করেছি বেশ ক্ষোভের জ্বালাবদল
০২/০৬/১৮
০৯ঃ৫৫ রাত